শেরপুরের ঝিনাইগাতীতে কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা যুবলীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষিপ্রণোদনা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু।
বক্তব্য দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, জেলা সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৮০জন কৃষকের মাঝে ২কেজি ধান বীজ ও ১প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়।