শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ চন্দ্র নামের এক কৃষকের দুইটি গরু মারা গেছে। বুধবার (১৫ জুন) বিকাল পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ারী এলাকার একটি মাঠে দুইটি গরু বাধা অবস্থায় ঘাস খাচ্ছিল। এমন সময় মাঠের উপর দিয়ে সিমেন্টের খুঁটিতে (ঘরের কাজে ব্যবহৃত খুঁটি) ঝুঁলানো কভার ছাড়া বিদ্যুতের তার মাঠের পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরু দুইটি মারা যায়।
গরুর মালিক কৃষক জগদীশ চন্দ্র হাজং বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গরু দুইটির মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। গরু দুইটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।
স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন বলেন, সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটি ব্যবহার না করে সাধারণ খুঁটি দিয়ে কভার বিহীন তার দিয়ে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু দুইটি মারা গেছে। এখানে মানুষেরও প্রানহানির ঘটনা ঘটতে পারতো।
ঝিনাইগাতী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।