শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকারপাড়া গ্রামে আজ শনিবার বেলা আড়াইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান শাকিল (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শাকিল ওই গ্রামের এনামুল হকের ছেলে ও তাতালপুর টেকনিক্যাল বিএম কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল তার বসত ঘরে বিদ্যুতের লাইন মেরামত করার সময় আকস্মিকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে যান এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে (শাকিল) মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।