শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নির্বাচিত ৭টি প্রাথমিক এবং ৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজের প্রথম স্থান অধিকারী (প্রাথমিক পর্যায়) শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) শাহরিয়ার পারভেজ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোস্তম আলী প্রমুখ।
জাতীয় এ প্রতিযোগিতায় বিজয় ফুল তৈরির পাশাপাশি গল্প, কবিতা, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং একক অভিনয় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।