যথাযথ মর্যাদায় শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এরপরে উপজেলা পরিষদ চত্তরে শহীদের নাম ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগি সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাতের লক্ষ্যে মোনাজাত করা হয়। তারপর সকাল নয়টায় উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তবে এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়নি।
এর আগে ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলার ঘাগড়া কোনাপাড়া ও আহাম্মদ নগর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণসহ শহীদদের আত্মার মাগফিরাতের লক্ষ্যে মোনাজাত করা হয়।