শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ওসি আবু বকর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ।
এছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধিজন উপস্থিত ছিলেন।