শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় পাহাড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। তাকে সহযোগিতা করেন ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জের কর্মকর্তা ও বনপ্রহরীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত বালু উত্তোলনের দুটি শ্যালো মেশিন ও প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করে তা ধ্বংস করে দেন। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।