শেরপুরের ঝিনাইগাতীতে ১১ মার্চ মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঝিনাইগাতী এডিপির আয়োজনে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য অগ্রিম প্রস্তুতি হিসেবে বিভিন্ন গ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে ডিজেল বিতরণ করা হয়।
এতে মোট ১১টি কমিটিতে ডিজেল বিতরণ করা হয়। কমিটিগুলো হচ্ছে কাংশা ইউনিয়নের মধ্য বাকাকুড়া, পানবর, নওকুচি (কোচপাড়া, গারোপাড়া), গজনী, গান্ধিগাঁও, উত্তর গজনী, হালচাটি ও ছোট গজনী এবং নলকুড়া ইউনিয়নের পশ্চিম রাংটিয়া গ্রাম। ডিজেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, এডিপি ম্যানেজার মি: বেঞ্জামিন মারাক, গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও এডিপির কর্মকর্তাবৃন্দ।