শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বন্যা কবলিত রামেরকুড়া, ভাটপাড়া, বনকালী এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি যত দ্রæত সম্ভব পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউএনও ফারুক আল মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বাসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।
ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ মেট্রিক টন খয়রাতি (জিআর) চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরো ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
উল্লেখ্য, বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢলের পানি উজানে কমায় উপজেলার সদর, হাতিবান্ধা, ধানশাইল ও মালিঝিকান্দা ইউনিয়নের এ সংবাদ লেখা পর্যন্ত অন্তত ২০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত আছে। এসব গ্রামের হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। প্রয়োজনের তুলনায় ত্রাণ তৎপরতা অপ্রতুল হওয়ায় কষ্টের সীমা নেই সাধারণ মানুষের।