শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘পিদিম ফাউন্ডেশন’। বুধবার (৬ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার নয়াগাঁও পিদিম ফাউন্ডেশন কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০কেজি, আলু ৪কেজি, পিয়াঁজ ১কেজি, লবণ ১কেজি, সরিষা তেল ১লিটার, ডাল ১কেজি, চিনি ১কেজি, সাবন ১টি, সেমাই ১প্যাকেট, হলুদ গুঁড়া ১৫০গ্রাম, মরিচ গুঁড়া ১৫০ গ্রাম। ‘ পিদিম ফাউন্ডেশন’ এর খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন শতাধিক পরিবার। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পিদিম ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক (অপারেশন) মো. হুমায়ুন কবির, সেক্টর ডেভোলপমেন্ট স্পেশালিস্ট সমির বরাল, এরিয়া ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ঝিনাইগাতী শাখার ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, থানার এসআই আনোয়ারুল, ঝিনাইগাতী সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, জবেদ আলী প্রমুখ।