বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর সরকারের পুনর্বাসনের আশ্বাসের পাশাপাশি শেরপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংগঠনও । সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন প্রশাখা।
স্মরনকালের ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য বিতরণ করেছে ঢেউটিন, সিমেন্টের খুটিঁসহ অন্যান্য উপকরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান , রাস্তা-ঘাট সংস্কার এবং গরীব রোগীদের প্রদান করা হয়েছে নগদ অর্থ ।প্রশাখার সদস্যদের চাঁদা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অর্থের মাধ্যমে প্রশাখার এ পুনর্বাসন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সদস্যরা।
প্রশাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজু বলেন , ২০০৬ সালে প্রতিষ্ঠিত এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি ঝিনাইগাতীতে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রোগ ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দীর্ঘ সময় ধরেই কাজ করে আসছে।