ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতি তান্ডব চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিনটি ঘর। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের উসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় বন্যহাতির দল ঘরের সব আসবাবপত্র পা দিয়ে বিনষ্ট করে এবং বাড়ির আশপাশে চাষ করা সবজি খেয়ে সাবাড় করেছে। এদিকে বাড়িঘর, সহায়-সম্পদ হারিয়ে উসমানের পরিবারের সদ্যস্যরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী জানান, রাত ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকায় ২৫-৩০টি বন্য হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। খাবারের সন্ধানে এসব হাতি ওই এলাকার বাসিন্দা উসমানের বাড়ির তিনটি চালাঘর গুঁড়িয়ে দেয়। তন্মধে দুইটি বসতঘরের জিনিস ও আসবাব তছনছ করে এদিকে-সেদিক ছুড়ে ফেলে।
একপর্যায়ে হাতির দলটি বাড়ির আশে-পাশে চাষ করা সবজি খেয়ে সাবাড় করে। তবে হাতির আক্রমণে তার পরিবারের কোন সদস্য হতাহত হয়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।