শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আতঙ্কিত গ্রামগুলো ৬ আগষ্ট রবিবার পরির্দশন করেছেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক। এসময় গত ২৯ জুলাই বন্যহাতির আক্রমণে নিহত পলরেশ সাংমার পরিবারের খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান, ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনার উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ ও সাবেক ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রুকন প্রমুখ।
শেরপুর টাইমস/বা.স