শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আব্দুর রউফ (৪৫ ) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত রউফ ওই উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ বিকাল চারটার দিকে আব্দুর রউফ তার নিজ বাড়ীর গোয়ালঘরে গরুর জন্য খাবার তৈরী করার সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই সে ঘরে বজ্রপাত হয় । এতে করে সে গুরুতর আহত হলে তাকে স্বজনরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।