শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস যৌথ উদ্যোগে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন আকন্দ, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন প্রমুখ।
এ খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সাধারণ জনগণ অংশ গ্রহন করেন।