শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কাংশা ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নলকুড়া ইউনিয়ন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ইউএনও রুবেল মাহমুদ। উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে সহযোগিতা করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু তাহের, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা প্রমুখ।