শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা মিনি স্টোডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে হাতিবান্দা পটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপে হাতিবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ একেএম ফজলুল হক। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও এজেডএম শরীফের হোসেনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি বিপ্লব কুমার বিশ^াস, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহম্মেদ প্রমুখ।