শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্কুল, মাদরাসা, কারিগরী শিক্ষা সমিতির আয়োজনে এ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২-১ গোলে চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
স্টেডিয়াম মাঠে চূড়ান্ত খেলা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এতে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে বক্তব্য দেন থানার ওসি আবুবক্কর সিদ্দিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
প্রসঙ্গত. গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়।