‘সচেতনতা, প্রস্তুতি, প্রশিক্ষণ দূর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন চত্বরে ইউএনও রুবেল মাহমুদ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।
এতে উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।