শেরপুরের ঝিনাইগাতীতে রমেছা বেগম (৪৫) নামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। অাজ দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। রমেছা স্থানীয় আরশেদ আলীর স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, রমেছা বেগম বেশ কিছুদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রবিবার দুপুরে বাড়ির সবাই এক সাথে খাবার খেয়ে যার যার মত কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ওইসময় ফাঁকা বাড়িতে রমেছা তার নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।