শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম সালেহ্ উদ্দিন।
আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউএনও ফারহানা করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, উপজেলা চেয়াম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে তিনি উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র, রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক, রাংটিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।