শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালা হয়েছে। আজ বুধবার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ওই কর্মশালা হয়। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা এফএম মোবারক আলী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ২১০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।