শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৪টি পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ মুজিব বর্ষের ঘর দেওয়া হচ্ছে।
সোমবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য জানিয়েছেন।
ইউএনও বলেন, সারা দেশের মতো এ উপজেলায় প্রথম পর্যায়ে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষের ঘর দেওয়া হয়েছে ৬৫টি পরিবারকে।
তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে আগামীকাল ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর দেওয়া হবে।
আশ্রয়ণ প্রকল্পের নির্ধারিত নমুনা ও ডিজাইন অনুসরণ করে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এসব ঘর নির্মাণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করবেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনসহ সরকারী-বেসরকারিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।