মাল্টিসেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালীকরণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফারুক আল মাসুদ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাদ্দাম হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি ও লক্ষ্যমাত্রা, উচ্চতা ও বয়স অনুপাতে শিশুর পুষ্টির অবস্থা, পুষ্টি উন্নয়নে বহুখাতের অংশগ্রহণ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি ও উদ্দ্যোগসহ পুষ্টি সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বিষয়াদি আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের সমন্বয়ক সৃজিত চিসিম, প্রকল্প কর্মকর্তা জেমস সিকদার।