শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকাল চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক আল মাসুদ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রজেক্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সভায় মূলবক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মনিরুজ্জামান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ। সভায় উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।