‘৩০ লক্ষ বৃক্ষ বাংলার অক্সিজেন, ৩০ লক্ষ শহীদ হৃদয়ে বাংলাদেশ- এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতী- গুরুচরণদুধনই সড়কে পুলিশের উদ্যোগে তিন শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ওই বৃক্ষরোপনের উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে গত ১৪জুলাই শেরপুর জেলা পুলিশ ৩০ হাজার বৃক্ষরোপন কমর্সূচি গ্রহণ করে।