শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১০জন ও নিয়মিত মামলার ২জন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পয়োয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।