শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ মার্চ শনিবার রাতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলা সদরের মৃত লুৎফর রহমানের ছেলে কায়েস আহাম্মেদ (৩৫) কে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার নিয়মিত ও ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে সামিউল হক (৫৬), গোলাম মোস্তফার ছেলে নজরুল ইসলাম (৩২) ও মৃত সাহাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন ডাব্লু (৪০) এবং কোনাগাঁও গ্রামের আঃ সামাদের ছেলে সামিউল হক (৬০) ও সামিউল হকের ছেলে আঃ হাকিম (৪০)।
উল্লেখ্য, ১০ মার্চ শুক্রবার পুলিশের বিশেষ অভিযানে আরো ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিনাইগাতী উপজেলাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।