শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩০০ জন পাহাড়ী শীর্তাতদের কম্বল ও প্যাসিফিক গেইমস্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় ঝিনাইগাতী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। উপজেলা পরিষদের সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠন ‘দি-প্যাসিফিক ক্লাব’ এর আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মামুদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার জাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, আয়োজক সংগঠণের সভাপতি আবু রায়হান জুয়েল প্রমুখ।
শেষে প্যাসিফিক কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।