অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতীতে প্লাবিত এলাকার পানি বন্দি পরিবারের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শেরপুর জেলা পুলিশ। ১৫ জুলাই সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামের পানি বন্দি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
ত্রাণ সামগ্রীর মধ্যে চিড়া, মুড়ি, গুড়, পানি, স্যালাইন, মোমবাতি, বিস্কুট ও দিয়াশলাই দেয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।