শেরপুরের ঝিনাইগাতীতে নৌকাযোগে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঝিনাইগাতী সদর ও মালিঝিকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ ত্রাণ বিতরণ করেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নের পানিবন্দী ১ হাজার পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি খয়রাতি (জিআর) চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা প্রমুখ।
প্রসঙ্গত, গেল এক সপ্তাহের প্রবল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। বর্তমানে ঝিনাইগাতী সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। বিশেষ করে গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহস্থরা। এসব এলাকার রোপা আমন ধানের বীজতলা ও সবজি পানিতে নিমজ্জিত এবং কাঁচা ঘর, সেতু ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই’শ পুকুরের প্রায় কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। বাড়িতে পানি উঠায় চুলা জ্বালাতে পারছেন না প্লাবিত এলাকার মানুষ। শুকনো খাবার খেয়েই দিন পার করছেন তারা।
মঙ্গলবার বিকেলে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম বলেন, পানি নেমে যাচ্ছে, আশা করছি বৃষ্টি না হলে দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।