শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরে ডুবে তাহিরা খাতুন (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামেরই আমিনুল ইসলামের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু তাহিরা খাতুন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহেদ ইকবাল তাকে মৃত্যু ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।