শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুজন (২৫) নামের দূর সম্পর্কের এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে। বুধবার (২১ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ জুন) গুমড়া গ্রামের বসতবাড়িতে শিশুটি একা রেখে তার মা জমিতে কাজ করতে যান। পরে দুপুর দুইটার দিকে ওই শিশুর (মেয়ে) প্রতিবেশী চাচা সুজন শিশুটিকে একা পেয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতনের শিকার ওই শিশুর মা বাড়িতে এলে বিষয়টি তাকে জানায়।
পরে বুধবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগ পেয়ে সুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।