জাতীয় যুব দিবস- ২০২৩ইং উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অভিযানের আয়োজন করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কাজে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভ‚ঁইয়া। এতে অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইগাতী উপজেলা যুব রেড ক্রিসেন্ট, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী ও ফেসবুক গ্রæপ ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ এর স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নেন।
স্বেচ্ছাসেবীরা উপজেলা পরিষদের ফটকের পাশে, ঝিনাইগাতী বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভ‚ঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ, যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
বাজারে জনসচেতনামূলক বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভ‚ঁইয়া বলেন, আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের হাট-বাজার পরিষ্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার বদভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাজারের রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিই, তাহলে কোনো হাট-বাজারই আর অপরিচ্ছন্ন থাকবে না।