শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মুল্য প্রায় ১লক্ষ টাকা।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ মারতেছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন মোবাইল পরিচালনা করে এসব জাল জব্দ করেন। পরে তা আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
এসময় নলকুড়া, গৌরীপুর, ধানশাইল ও ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার( ভুমি) জয়নাল আবেদিন বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ শিকার করা বে-আইনি কাজ। আমরা সকল প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।