‘পথ যেন শান্তির হয়, মৃত্যু নয়, এ স্লোগান নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার তিনআনী-নালিতাবাড়ি সড়কে তিনআনী বাজারে আধঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝিনাইগাতী সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জমিলা গণি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতুল, যুবলীগ নেতা সোলাইমান প্রমুখ। বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পরও সড়কে মৃত্যুর মিছিল থামছে না। প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ। এই মৃত্যুর মিছিল থামাতে হবে।
আরও বলেন, বেপরোয়া যান চলাচল, চালকদের দক্ষতার অভাব, ফিটনেসবিহীন যান চলাচল, সড়কে চলাচলকারী মানুষের সচেনতার অভাব এর জন্য দায়ী। সড়কে প্রাণহানি বন্ধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।