শেরপুরের ঝিনাইগাতীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী, জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ নম্বর এবং বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমানের তত্ত¡াবধানে উপ-পরিদর্শক (এসআই) ইউসুব ও তার সঙ্গীয় পুলিশ সদস্য এ প্রচারণা চালান।
পিকআপ ভ্যানে শোভাযাত্রা করে মাইকিং এর মাধ্যমে, যে কোন তথ্য বিট পুলিশিং অফিসারকে দিয়ে জনগণকে সেবা গ্রহণ, মাদক সংক্রান্ত যেকোন তথ্য পুলিশকে দিয়ে মাদক প্রতিরোধে সহায়তা, জনগণের নিরাপত্তা সংক্রান্ত যেকোন জরুরী প্রয়োজনে ও যেকোন ধরণের অনিয়ম, নির্যাতনের খবর জানাতে এবং শেরপুর জেলা পুলিশের জরুরী সেবা নিতে ০১৩২০-১০৭০৯৯ অথবা জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়। নারী ধর্ষণের শাস্তি মৃত্যদÐ জানিয়ে জনগণকে সচেতন হয়ে ধর্ষণ প্রতিরোধ করার আহŸানও জানানো হয়।
এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করা হয়। এ সময় জনগণকে ফুল ছিটিয়ে ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, আইজিপি মহোদয়ের পরিকল্পনায় শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশনায় এ প্রচারণা চালানো হয়। তিনি আরও বলেন, ‘৯৯৯’ এটি জাতীয় জরুরী সেবা নম্বর। এ নম্বরে ফোন করলে বিল (টাকা) কাটে না, তাই যেকোন ধরণের অনিয়ম, নির্যাতনের খবর জানাতে এ নম্বরে ফোন করতে অনুরোধ করেন।