“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মৎস্য অফিসার সুতপা ভট্টাচার্য, জেলা পরিষদের মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক, ওআইসির প্রোগাম অফিসার এসএম সেলিম, আদিবাসী নেত্রী মিস রবেতা ম্রং, খৈলকুড়া মহিলা উন্নয়ন সমিতির সভাপতি আছিয়া বেগম প্রমুখ।