শেরপুরের ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবেল মাহমুদ।
সহকারী শিক্ষক মো. রোস্তম আলীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, শিক্ষার্থী রাহাত পারভেজ, সিয়ামুজ্জান তামিম প্রমুখ। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।