শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা কৃষি অফিসার কোরবান আলী, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. মল্লিক আনোয়ার হোসেন ১২ ফেব্রুয়ারী শেরপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ছিলেন।