শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেনকে গণসংর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকুড়া এ আর পি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নবনির্বাচিত সকল ইউপি সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব জীৎ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, নবনির্বাচিত ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ। এরপর রাতে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।