শেরপুরের ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী নি¤œ আয়ের দরিদ্র ও অসহায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য কাংশা এলাকায় সমাজসেবক মো. জাকিউল হাসান রনি তার নিজ বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। রনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তৈল ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন রনির বাবা শাজাহান, ইউপি সদস্য লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য মাজহারুল প্রমুখ। সমাজসেবক মো. জাকিউল হাসান রনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ছুটি ঘোষণা করায় বাড়িতে এসেছেন তিনি। তার এলাকার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকটা কষ্টে দিন কাটাচ্ছে। তাই কিছুটা কষ্ট লাগবে তার নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন। সমাজের বিত্তবানদের শ্রমজীবি কর্মহীন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন তিনি।