
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, খাদ্য কর্মকর্তা মো. সোহেল রানা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান রোকুনুজ্জামান, আতাউর রহমান প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।