শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা বিষয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ মতবিনিময় সভা করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে থানার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক।
এ সময় তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপনে থানা পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। উপজেলার ১৬টি ম-বে থাকবে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সভায় বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) সরোয়ার, এসআই হারুন, সাঈদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
সভায় উপজেলার ১৬টি ম-বের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।