শেরপুরের ঝিনাইগাতীতে এবার ১৬টি ম-বে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। প্রতিটি ম-বে থাকবে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত দূর্গোৎসবের প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ সভাপতিত্বে বক্তব্য দেন থানার ওসি আবু বকর ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।