
শেরপুরের ঝিনাইগাতীতে গরুর দুধে পানি মেশানোর অপরাধে মো. সাইদুল ইসলাম নামের এক দুধ বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদর বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। অর্থদণ্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার দিঘীরপাড় এলাকার ছাবের আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রমজান মাসে খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর আব্দুর রাজ্জাক আকন্দ। এসময় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।