শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাসেল হাসান (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত আটটার দিকে ঝিনাইগাতী থানার রাঙ্গামাটিয়া মাঠখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেল উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
সূত্রে জানা গেছে, কতিপয় মাদক কারবারি উপজেলার রাঙ্গামাটিয়া মাঠখোলা এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাসেল হাসানকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতার রাসেল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।