শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম এ মেলার উদ্বোধন করেন। শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজনে করে।
অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, শিশু সাংবাদিক মোশারফ হোসাইন প্রমুখ।
এর আগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। এ মেলায় উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০টি স্টল বসেছিল।