শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘরবন্দী কর্মহীন ১০ হাজার পরিবারের কাছে চাল-ডালসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এমএমএ ওয়ারেজ নাইম।
আজ শনিবার বিকালে মালিঝিকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণকালে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। খাদ্যসামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, ডাল আধা কেজি, আলু ১ কেজি ও একটি সাবান রয়েছে।
নাইম আরও জানান, সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। সব ধরনের সাহায্য-সহযোগিতা ও করা হচ্ছে। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত ভাবে এ সহায়তার উদ্যোগ হাতে নিয়েছেন।
এসব সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেলসহ বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।