শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কালিবাড়ি বাজারের নজরুল একাডেমীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ (ডপস) এ পরীক্ষার আয়োজন করে।
এতে গত বছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ থেকে জিপিএ-৫ প্রাপ্ত বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত জেলার ৩৪টি বিদ্যালয়ের হতদ্ররিদ্র ১০৫জন শিক্ষার্থী অংশ নেয়।
ডপস প্রতিষ্ঠতা সেনা সদস্য মো. শাহিন মিয়া (বিএসপি) জানান, এ পরীক্ষার মাধ্যমে অসচ্ছল পরিবারের ৫০ মেধাবী শিক্ষার্থীকে খুঁজে বের করা হবে। যাচাই-বাছাই করে ৩০ জনকে প্রতি মাসে শিক্ষা সহায়ক উপরণ ও উচ্চ শিক্ষায় সহায়তা করা হবে। ২০১৭ সাল থেকে এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।